কৃষি বিপণন অধিদপ্তর শেরপুর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্দ্যোগে শেরেপুর রঘুনাথপুর বাজার ও নয় আনি বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়, কৃষি বিপণন আইন ২০১৮ এর ধারা-১৯ (ঙ , জ, ঞ) মোতাবেক সহজে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায়, ওজনে কারচুপি, এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করায় কৃষি বিপণন কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানাউল মোর্শেদ এর আদালত তিনজন ব্যবসায়ীকে মোট ৩৫০০ (তিন হাজার পাঁচ শত) টাকা জরিমানা করা হয়। এবং অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।